Posts

Showing posts from August, 2018

স্বার্থক ভালোবাসা

শুভার ভেজা চুলের হালকা পরশে আজ  সকালের ঘুমটা ভাঙলো । সকাল সকাল স্নান করে চুল শুকাতে বসে  যদি আমাকে কখনও দেখে ঘুমিয়ে আছি । তাহলেই দুষ্টামি করবেই । ভেজা চুল গুলো মুখের উপর নিয়ে হালকা করে ছুয়ে দেয় । ছুটির দিন গুলিতেও তার দুষ্টামির শেষ নেই । সকাল সকাল আমার ঘুম ভাঙিয়ে এক অনাবিল আনন্দ উপভোগ করে সে । সকালের মিষ্টি রোদ আর শুভার দুষ্টু মিষ্টি দুষ্টামিতে ছুটির সকালটা  কখন যে কিভাবে কেটে যায় । বোঝার উপায় নেই । আমি  শুভাকে আমার প্রাণের চেয়েও ভালোবাসি । শুভা আমাকে কতটা ভালোবাসে তা ভাষাতে প্রকাশ করতে পারবো না । শুভার মতো লক্ষী বৌ সবার কপালে জোঠে না । আর আমার মত ভাগ্যহীন যে কিভাবে তাকে পেলাম । এটা ভেবেই পাইনা । বি.বিএ শেষ করে এম.বি.এ তে ভর্তি হয়েছি । অবসর কিছুটা পেলাম তখন । দিনের বেশ বড় একটা সময় ফেসবুকে কাটাতাম । শুভার সাথে প্রথম পরিচয়টা  সকলের প্রিয় অবসর কাটানোর সঙ্গী ফেসবুকের মাধ্যমে । মাঝে মাঝে লেখার অভ্যাসের কারণে অনেক লোকের সাথে নতুন নতুন পরিচয় গড়ে ওঠে । হ্যা সত্যিই ভালো লাগে যখন কেউ আমার লেখা গুলোকে ভালোবাসে । তাদের আনন্দ দিতে পেরে নিজেকে ধন্য মনে হয় । তাদের অনুভূ...

রিয়াকে ফিরে পাওয়া

রিয়ার প্রতি ঘৃণাটা দিন দিন বাড়ছে । আর সেই সাথে বাড়ছে নেশার সাথে সখ্যতা । পৃথিবীতে একজন যত দূরে ঠেলে দেয়, তখন কেউ না কেউ ততোটাই আপন   করে নেই । যে ছেলে টা কখনও সিগারেট খেত না । অন্য কোন নেশা তো না ই । আর রাস্তায় মাথা নিচু করে চলতো । মেয়েদের সন্মান করতো । অসহায় কে সাহায্য করতো । সে আজ পুরোটাই পাল্টে গেছে । এখন সে মদ খায় । রাস্তায় মাতলামি করে । সেদিন যখন রাস্তায় একটা মেয়ে তাকে মাতাল বলে সে মেয়েটাকে গালি দেয় । মেয়েটা তাকে বেশি কথা বলতে শুরু করতেই ,   সে মেয়েটার গালে ঠাস ঠাস করে চড় মেরে দেই । মেয়েদের গায়ে হাত তুলতে তার হাতটা একটুও কাঁপেনি । অথচ তার এই হাত রিয়ার হাতটা ধরতে ও কাঁপতো । চারপাশে লোকজন তাকে এসে মারলো কিন্তু সে হাঁসছিলো । পরে অনেকে পাগল ভেবে ছেড়ে দেয় । সেদিন যখন মদ কেনার মতো   পকেটে টাকা ছিলোনা । রাস্তার ধারে বসে ভিক্ষা করতে থাকা মহিলার ভিক্ষার পাত্র থেকে সব টাকা কেড়ে নেই সে   । সে মহিলার চোখ বেয়ে অশ্রু ঝরছে দেখে তার মায়া হয়নি । ফিরেও দেখেনি দ্বিতীয় বার । মহিলা তাকে কিছুই বলেনি । শুধুই চাপা স্বরে কেঁদেছে । কারণ শুভ্রই এক সময় ভিখারী মহিলাকে প্রতিদিন ভিক্...