স্বার্থক ভালোবাসা
শুভার ভেজা চুলের হালকা পরশে আজ সকালের ঘুমটা ভাঙলো । সকাল সকাল স্নান করে চুল শুকাতে বসে যদি আমাকে কখনও দেখে ঘুমিয়ে আছি । তাহলেই দুষ্টামি করবেই । ভেজা চুল গুলো মুখের উপর নিয়ে হালকা করে ছুয়ে দেয় । ছুটির দিন গুলিতেও তার দুষ্টামির শেষ নেই । সকাল সকাল আমার ঘুম ভাঙিয়ে এক অনাবিল আনন্দ উপভোগ করে সে । সকালের মিষ্টি রোদ আর শুভার দুষ্টু মিষ্টি দুষ্টামিতে ছুটির সকালটা কখন যে কিভাবে কেটে যায় । বোঝার উপায় নেই । আমি শুভাকে আমার প্রাণের চেয়েও ভালোবাসি । শুভা আমাকে কতটা ভালোবাসে তা ভাষাতে প্রকাশ করতে পারবো না । শুভার মতো লক্ষী বৌ সবার কপালে জোঠে না । আর আমার মত ভাগ্যহীন যে কিভাবে তাকে পেলাম । এটা ভেবেই পাইনা । বি.বিএ শেষ করে এম.বি.এ তে ভর্তি হয়েছি । অবসর কিছুটা পেলাম তখন । দিনের বেশ বড় একটা সময় ফেসবুকে কাটাতাম । শুভার সাথে প্রথম পরিচয়টা সকলের প্রিয় অবসর কাটানোর সঙ্গী ফেসবুকের মাধ্যমে । মাঝে মাঝে লেখার অভ্যাসের কারণে অনেক লোকের সাথে নতুন নতুন পরিচয় গড়ে ওঠে । হ্যা সত্যিই ভালো লাগে যখন কেউ আমার লেখা গুলোকে ভালোবাসে । তাদের আনন্দ দিতে পেরে নিজেকে ধন্য মনে হয় । তাদের অনুভূ...